মনিরুল ইসলাম মনির :- মতলব উত্তর উপজেলার চরকাশিম এলাকার কলেজ ছাত্র সাদ্দাম হোসেন হত্যা মামলার ৪ আসামীকে ঢাকা থেকে আটক করা হয়েছে। সোমবার রাতে মতলব উত্তর থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় সাদ্দাম হত্যা মামলার পলাতক আসামী ইব্রাহিম চর্দি, ইউনুছ আলী চর্দি, আরছব আলী সরকার ও শাহআলম সরকারকে আটক করে।
রূপগঞ্জ থানার ছনপাড়া ১নং রোডের ইউসুফ মাতাব্বরের বাড়ি থেকে তাদের আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে। মামলার তদন্তকারী কর্মকর্তা দ্বীপক কুমার পাল সঙ্গীয় ফোর্স রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়। অভিযানে আটক হয়- মামলার ৭নং আসামী ইব্রাহিম চর্দি (৩২) ও ১০নং আসামী ইউনুছ আলী চর্দি (৩০) উভয় পিতা- হাশিম চর্দি, ১৫নং আসামী আরছব আলী (১৮) ও ১৮নং আসামী শাহআলম (৩৫) উভয় পিতা- জালাল সরকার।
এজাহার সূত্রে জানা যায়, ৪ মে বিকাল ৫টার দিকে চরকাশিম গ্রামের মনজিল বকাউলের করল্লা, শসা সবজির জমিতে খঁটি দিয়া মাচা দিতে গেলে হাতেম আলী ও তার ছেলে জামাল হোসেনের সাথে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে মতলব ডিগ্রি কলেজের ডিগ্রির ছাত্র সাদ্দাম হেসেনকে বেধড় মারধর করে। গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পথিমধ্যে মতলব ফেরি ঘাট এলাকায় সাদ্দাম মারা যায়।
নিহত সাদ্দাম হোসেনের পিতা মনজিল বকাউল বাদি হয়ে গত ৫ মে মতলব উত্তর থানায় ২২জনের নাম উল্লেখ করে আরো ৭-৮ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করে।