মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খন্দকারকান্দি জামিয়া রাহ্মানিয়া মাদ্রাসায় খতমে কুরাআন ও খতমে বুখারী উপলক্ষে রোববার বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান মেহমান ও দরস প্রদান করেন শাইখুল হাদিস জামিয়া উবায়দিয়া নানুপুর চটুগামের আল্লামা শেখ আহমদ (দা.বা.)।
জামিয়া আরাবিয়া এখলাছপুরের পরিচারক হাফেজ মাও. ইব্রাহীম এর সভাপতিত্বে ও খন্দকারকান্দি জামিয়া রাহ্মানিয়া মাদ্রাসার মুহ্তামিম ফয়জুল্লাহ হানিফের সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে তাফসির করেন মাদানীনগর মাদ্রাসার প্রধান মুফতি বশিরুল্লাহ (দা.বা.), শাইখুল হাদিস এনায়েতুল্লাহ, মুফতি যাইনুল আবেদীন, নাজেমে তালিমাত মাওলানা নূর মোহাম্মদ। এসময় আরো বয়ান রাখেন- ধামতি আলিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শামসুল হক, মতলব মাদ্রাসার মাওলানা কবির আহমদ, সুগন্ধি মাদ্রাসার মুফতি সোলায়মান।
এর আগে ইসলামী সংগীত পরিবেশিত হয়। বক্তারা নবী-রাসুলদের জীবনী এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে বিশোধ আলোচনা করেন। তাফসির মাহফিলে বিভিন্ন জায়গার ধর্ম প্রাণ মুসল্লীরা একত্রিত হয়ে ধৈর্য সহকারে বক্তাদের বয়ান শ্রবন করেন।
দাওরায়ে হাদিস ফারগীগন- মাও. মো. মফিজুল ইসলাম ফাহীম, মাও. দেলোয়ার হোসেন, হাফেজ মাও. ইয়াহ্হিয়া, মাও. আজহারুল ইসলাম, মাও. বশির উল্লাহ, মাও. সামির আহমাদ, মাও. হাসান।
খতমে কুরআন হলো- হাফেজ সালাউদ্দিন, হাফেজ সাইদুল ইসলাম, হাফেজ জিহাদ হোসেন, হাফেজ শাকিল আহমাদ, হাফেজ আনোয়ার হোসেন।