মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জব্বার লস্করের কুলখানী গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নিজ বাড়ী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নওদোনা গ্রামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোঃ ইউনুছুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিয়া, বিমান বাহিনীর কর্মকর্তা সিদ্দিকুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা হাজ্বী মোঃ হান্নান লস্কর, সমাজ সেবক আঃ রাজ্জাক প্রধান প্রমূখ। উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল জব্বার (৮৭) গত ১৯ এপ্রিল ঢাকার পপুলার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।