মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে জাটকা (ছোট ইলিশ) ধরার অপরাধে চারজন জেলেকে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১০ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম।
এরপর ইউএনও’র নিজ কার্যালয়ে আটকৃতদের মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক প্রত্যেককে ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটকৃতরা জেলে হলেন, উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত হারুন পাটোয়ারীর ছেলে মোঃ আলী হোসেন (২৫), মোহাম্মদপুর গ্রামের মোঃ রফিক মাঝির ছেলে মোঃ শাহজাহান (৪২), মিলারচর গ্রামের মৃত আরব আলী বেপারীর ছেলে মোঃ আব্দুল করিম (৬০) ও লুধুয়া গ্রামের মোঃ তফদিলের ছেলে মোঃ আল-আমিন (৩২)। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।