মনিরুল ইসলাম মনির :
সারা দেেশের ন্যায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে পুরাতন বছরকে পিছনে ফেলে বাংলা নব বর্ষ ১৪২৩’কে বরণ করে নিল মতলব উত্তর উপজেলার জনগন। নতুন সকাল, নতুন আলো, শুরু হওয়া চলতি বছর, কাটুক ভাল এ লক্ষ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে নানান রং-বেরঙ্গে সজ্জিত একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার, উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক, নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন, বিআরডিবি সহকারী কর্মকর্তা মামুনুল হক, আনসার ভিডিপির প্রশিক্ষক মাহমুদা বেগম মুক্তাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।