
মনিরুল ইসলাম মনির :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বৃহস্পতিবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করায় ছেংগারচর বাজারের শাহজালাল আইসক্রীম ফ্যাক্টরীকে ২ হাজার টাকা, গজরা বাজারের আবুল সুইটমিটকে ১ হাজার টাকা, বিসমিল্লাহ সুইটমিটকে ১ হাজার ৫শ’ টাকা ও সুজাতপুর বাজারের সাদ্দাম সুইটমিটকে ১ হাজার টাকা জরিমানা করে।
এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নির্বাহী সদস্য মোঃ বিপ্লব সরকার, ভোক্তা অধিকারের চাঁদপুর অফিস সহকারী মোঃ ইউসুফ মিয়া, মতলব উত্তর থানার এস.আই মোঃ আবদুর রশিদ ও সঙ্গীয় ফোর্স।