মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে দুর্গাপুরসহ ৮ গ্রামে ১২.৮১৬০ কি.মি. বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উদ্বোধন করেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি ।
প্রধান অতিথি বলেন, ১ কোটি ৯২লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ লাইন নির্মাণ করে। এ লাইন থেকে দুর্গাপুর, চরবড়–য়া, আমুয়াকান্দা, চরপাথালিয়া, বিনন্দপুর, মোহাম্মদপুর, ঠেটালিয়া ও কুমারধন গ্রামের সর্বমোট ১ হাজার ১১৩ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতেও সর্বোচ্চ উন্নয়ন করেছেন। মতলবের একটি ঘরও বিদ্যুৎবিহীন থাকবে না। আগামী ২০১৭ সালের মধ্যে মতলবের সকল ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। তাছাড়া আগামী ২ বছরের মধ্যে মতলবের সমস্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করা হবে। যারা এ লাইন নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান ও যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, পিআরও ফারুক দেওয়ান, ওসি আলমগীর হোসেন মজুমদার, বৃহত্তর মতলবের সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার তমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাডঃ আকতারুজ্জামানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।