মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নদী ভাঙ্গনে ভিটাবিহীন বস্তিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অনুদানের চেক প্রদান করা হয়। গতকাল শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি উপজেলার ১শ’ ১৬জনকে ৫লাখ ৮০হাজার টাকা প্রতিজনকে ৫হাজার টাকার চেক তুলে দেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মবিনুল হক ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন- মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম মাষ্টার, ষাটনল ইউপির চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফসহ নেতৃবৃন্দ।