মনিরুল ইসলাম মনির : জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্ঘটনায় নিহত জেলে পরিবারের পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণ বাবদ মতলব উত্তরের দুই নিহত জেলে পরিবারকে ১লক্ষ টাকার চেক প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্সের মায়া বীরবিক্রম মিলনায়তনে প্রাকৃতিক দুর্ঘটনায় নিহত জেলে অরুনের স্ত্রী রতœা রানী ও শীতলের স্ত্রী মিনতি রানী কে ৫০হাজার টাকা করে একলক্ষ টাকার চেক প্রদান করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, সহকারী প্রকল্প পরিচালক শামীম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাষ্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমূখ।
নিহত জেলে অরুনের বাড়ি হেজলাকান্দি ও শীতলের বাড়ি দক্ষিণ গালিমখা গ্রামে। তারা ধনাগোদা নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে নিহত হয় গত একবছর পূর্বে।