মনিরুল ইসলাম মনির-
মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন আ’লীগ মনোনীত ১০ চেয়ারম্যান প্রার্থী।
পঞ্চম ধাপে এ উপজেলার মোহনপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, ষাটনল ইউনিয়নে আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ইসলামবাদ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে আ’লীগের মনোনীত লোকমান আহম্মেদ মুন্সি, দূর্গাপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত দেওয়ান আবুল খায়ের, এখলাছপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত আলহাজ¦ মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত নূর মোহাম্মদ,
আর ৬ষ্ঠ ধাপে গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ হানিফ মিয়া ও কলাকান্দা ইউনিয়ন পরিষদে আ’লীগের মনোনীত সোবহান সরকার সুভা।
তবে কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন গাজী মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্চ করে আপিল করে আর তার পক্ষে রায় পেলে এ ইউনিয়নে এ পদে নির্বাচনে হতে পারে।
এছাড়া জহিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলী আক্কাছ বাদল ( আওয়ামীলীগ), সোলাইমান (বিএনপি) ও মঞ্জুর মোর্শেদ (স্বতন্ত্র)।
ফরাজীকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার রেজাউল করীম (আ’লীগ), সৈয়দ হোসেন ( ইশা), আবদুল লতিফ (বিএনপি) ও শাখাওয়াত হোসেন গাজী (স্বতন্ত্র)। বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর মনোনয়নপত্র অবৈধ ঘোষনার পর উচ্চ আদালতে বৈধতা চেয়ে রিট করলে আগামী রোববার শুনানীর দিন ধার্য করা হয়।
ফতেপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী (আ’লীগ) ও তোফায়েল হোসেন পাটওয়ারী (বিএনপি)। সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মঞ্জুর মোর্শেদ স্বপন ( আ’লীগ), সফিকুল ইসলাম পাটওয়ারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আজ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেয়া হবে।