
মনিরুল ইসলাম মনির :
মন্দির সংস্কারের জন্য মতলব উত্তর উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া(বীর বিক্রম) এমপির মন্দির সংস্কারের বিশেষ বরাদ্ধ প্রদান করেন। গতকাল মঙ্গলবার মন্দির প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন উপজেলা পলিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়াঅমীলীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জসিম উদ্দিন, পুরোহিত বলরাম গোস্বামী, গোপাল মাস্টার, যুগল কৃষ্ণ সরকার, রবিন্দ্র নারায়ন, মনোরঞ্জন ভৌমিক প্রমুখ।