মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলা মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। গত ৯জুলাই (শনিবার) বিকেলে মতলব উত্তর উপজেলা কেন্দ্রীয় খানকা শরীফ প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ভোজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা মইনীয়া যুব ফোরামের আহ্বায়ক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন। সভা পরিচালনা করেন- যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম জমাদার।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. শহীদ উল্লাহ প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেংগারচর বিশ^বিদ্যালয় কলেজের সিনিয়র প্রভাষক আহসান উল্লাহ সরকার, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোবারক হোসেন মুফতি, মতলব মুক্তি কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাসুদুর রহমান খোকন, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর মাস্টার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কবির দুলাল মাস্টার, খলিফা শাহজাহান মোল্লা, খলিফা সিদ্দিকুর রহমান, খলিফা বোরহান দর্জি, খলিফা নূরে আলম সরকার, ছেংগারচর পৌর মইনীয়া যুব ফোরামের উপদেষ্টা রাকিব হাসান মুন্না, সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মনির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক নাইমুল হোসেন বাবু, বাগানবাড়ি ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি মাসুদ লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন মইনীয়া যুব ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহফুজুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, পৌর আঞ্জুমান কমিটির যুগ্ম সম্পাদক নান্নু মিয়া সরদার, বাবুল সরকার, তবদিল হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক ইশতিয়াক জামান নাফিজ প্রমূখ।