মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তরে মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকারের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম মিলনায়তনের মতলব উত্তর থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার। বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ, বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাও. মিজানুর রহমান, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমাদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, গাজীপুর কেএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজ্জত আলী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লেিগর সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, পৌর ছাত্রলীগ নেতা ইযাছিন খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় মাদক সেবনের কুফল ও প্রতিকারের বিষয়ে ব্যাপক আলোচনা এবং মাদক সেবনের কুফল ও প্রতিকার বিষয়ক ‘ক’ গ্রুপ – ৬ষ্ঠ থেকে ১০ম, ‘খ’ গ্রুপ – একাদশ-দ্বাদশ, ‘গ’ গ্রুপ – ডিগ্রি, অনার্স ও মাস্টার্স শ্রেণী পর্যন্ত ৩ ক্যাটাগরীতে রচনা প্রতিযোগিতা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।