
মতলব উত্তর ব্যুরো :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে মেঘনা নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোঃ হযরত আলী (৪০) নামে এক জেলেকে মাছ ধরার ১০ হাজার মিটার কারেন্ট জালসহ মেঘনা নদী হতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় হাতে নাতে গ্রেফতার করা হয়। আটককৃত হযরত আলী উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ গ্রামের মৃত. সুরুজ মিয়ার ছেলে।
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় ১০ দিনব্যাপী ব্যাপক প্রচারণা, গণসচেতনতামূলক কর্মসূচী, মতবিনিময় সভা এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ২০১০ এর বিধান সমূহ অবহিত করা সত্বেও ধৃত আসামী মা ইলিশ মাছ ধরার জন্য নদীতে কারেন্ট জাল পাতে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন।
উল্লেখ্য, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সময়কে সরকার ইলিশের প্রধান প্রজনন মৌসুম ঘোষণা করে মা ইলিশ রক্ষায় প্রত্যেক জেলেকে বিনামূল্যে চাল বিতরণ করেছে। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা মোট কারেন্ট জালের পরিমাণ প্রায় ১০ হাজার মিটার। জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাতীয় সম্পদ রক্ষায় মা ইলিশ ধরা হতে সকলকে বিরত থাকার অনুরোধ করা হলো।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, এএসআই আতাউর রহমান।