
মনিরুল ইসলাম মনির :
মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২২ দিনের অভয়াশ্রম সফলকল্পে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সভা কক্ষে মা ইলিশ সংরক্ষনের লক্ষ্যে গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসির উদ্দিন সরোয়ার, ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. ইলিয়াছুর রহমান, সাংবাদিক শামসুজ্জামান, জাকির হোসেন বাদশা, সিএনআরএস ইকো প্রকল্প সমন্বয়কারী মাহমুদুল হাসান, ইউপি সদস্য খোরশেদ আলম, ফুলচাঁন বর্মন, মৎস্যজীবি প্রতিনিধি মহাদেব বর্মন প্রমূখ। সভা পরিচালনা করেন- ষাটনল ইউপি সচিব গৌতম রায়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, এ বছর মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন গত বছরের মতো এবার কঠোর অবস্থানে থাকবে। তবে একথা পরিস্কার যে কোনো কোনো ক্ষেত্রে আমরা আরো বেশি কঠোর হবো। মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে যেনো জেলে নৌকাও নদীতে নামতে দেয়া হবে না। এবার আমরা আরো বেশি নিষ্ঠুর হবো। এতে কার ক্ষতি হবে, কার লাভ হবে, তা আমরা দেখবো না।
তিনি বলেন, আমি চাইবো গত বছরের মতো এবারও মা ইলিশ রক্ষার স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসবে। আপনারা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
ইউএনও আরো বলেন, চাঁদপুরকে নিয়ে আমরা ব্র্যান্ডিং করা হয়েছে। ইলিশের সাথে চাঁদপুরের ঐতিহ্য এবং সন্মান জড়িয়ে আছে। বাংলাদেশের মধ্যে যেখানে ইলিশ মাছ ডিম দেয় তার দীর্ঘতম এলাকা হচ্ছে চাঁদপুর। সুতরাং ইলিশ ডিম দিতে না পারলে ভোলা, বরিশাল বা কোনো জেলায় ইলিশ পাবে না। তাই যে কোনো মূল্যেই হোক মা ইলিশ নিধন বন্ধ রাখতে হবে। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান সফল হলেই ইলিশ উৎপাদন বেড়ে যাবে। যার সুফল আমরা এ বছর পেয়েছি।