![](https://www.naya-alo.com/wp-content/uploads/2025/01/1000144081.jpg)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডুবগী গ্রামে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন মো. হেলাল, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, মো. আকাশ, ও মো. নিরব।
স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারপ্রাপ্ত খাল খনন প্রকল্পে বালু উত্তোলনের কাজ চলাকালে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।
থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, টেন্ডারের নিয়ম মেনে কাজ চালাতে হবে, ড্রেজার দিয়ে বালু উত্তোলন অনুমোদিত নয়।
আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধীদের বিচার হবে বলে স্থানীয় ছাত্র আন্দোলনের নেতারা মন্তব্য করেছেন।
Please follow and like us: