১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মতলব দক্ষিনে উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২৪, ০৫:৪৭ | 710 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাত হোসেন আনোয়ার- সারা দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জমজমাট প্রচারণা। এ নির্বাচনে কে কোন পদে লড়বেন- এমন আলোচনা এখন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার সর্বত্র। মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তফসিল ঘোষণার পরপরই নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম শোনা যাচ্ছে। উপজেলার দুইটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারনায় ব্যস্ত। কেউ কোনো অংশে কম নয়। স্ব স্ব প্রার্থীরা নিজস্ব কর্মী নিয়ে প্রচার-প্রচারনা করছেন। এদের মধ্যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস, কেউবা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গণসংযোগ, আবার আড্ডা-আলোচনাসহ নানান পরিবেশে প্রার্থিতার জানান দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে নিচ্ছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শওকত আলী বাদল, খাদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে কয়েক জনের নাম শোনা যাচ্ছে এর মধ্যে আশ্রাফুল ইসলাম সোহাগ, অ্যাডঃ আল-আমিন উজ্জ্বল, মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজনের নাম শোনা যাচ্ছে। তিনি হচ্ছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা আক্তার আঁখি (আছমা)। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী এখনো প্রকাশ্যে আসছেন না। জনপ্রিয়তায় আছমা আক্তার আঁখি এগিয়ে রয়েছেন। এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ ভূঁইয়া জানান, প্রথম ধাপের নির্বাচনে এ উপজেলায় অনুষ্ঠিত হবে। ৮ মে নির্বাচনকে সামনে রেখে আমারা প্রস্তুতি নিচ্ছি। এ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্র এবং ১লাখ ৯৮ হাজার ভোটার রয়েছে। তবে পুরুষ ভোটারের চাইতে মহিলা বেশি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET