
আবদুল্লাহ রিয়েল :
মতিগঞ্জ আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচিতি ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম সরওয়ার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতা বসাক,সিনিয়র শিক্ষক বাবু নেপাল চন্দ্র নাথ,অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জ্যোৎস্না আক্তার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন,সাংবাদিক ওমর ফারুক,দৈনিক তৃতীয়মাত্র্ াসোনাগাজী প্রতিনিধি আবদুল্লাহ রিয়েল,দৈনিক ঘোষনা জেলা প্রতিনিধি মোহম্মদ ছালাহ উদ্দিন,অনলাইন নিউজ নতুন ফেনীর সোনাগাজী প্রতিনিধি আলমগীর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম,বাবু স্বপন চন্দ্র নাথ,আইয়ুব আলী,গোলাম মাওলানা,সাহাব উদ্দিন প্রমুখ। কমিটির প্রথম সভা শেষে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম সরওয়ার বলেন আমাদের দেশে শহর বা শহরতলির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ হবে উন্নত। সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই হবে সেরা মেধাবী এটা যেন ধরেই নেওয়া হয়। কিন্তু এর ব্যতিক্রমও আছে। সেই ব্যতিক্রমী একটি বিদ্যালয় হলো আর.এম হাট কে উচ্চ বিদ্যালয়।এই বিদ্যালয়ের সুনাম রক্ষা ধরে রাখতে চাই।
সিনিয়র শিক্ষক বাবু নেপাল চন্দ্র নাথ বলেন বর্তমানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শিক্ষকসমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মানসম্মত শিক্ষাই মানুষের আশা-আখাঙ্খার প্রতিফলন ঘটায় এবং উন্নত জীবনযাপনের প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করে। তাই তো দুর্নীতিমুক্ত, মানসম্মত শিক্ষা ও দক্ষ জনসম্পদ গড়তে প্রয়োজন দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক।
সিনিয়র শিক্ষক বাবু নেপাল চন্দ্র নাথ বলেন বর্তমানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা শিক্ষকসমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মানসম্মত শিক্ষাই মানুষের আশা-আখাঙ্খার প্রতিফলন ঘটায় এবং উন্নত জীবনযাপনের প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করে। তাই তো দুর্নীতিমুক্ত, মানসম্মত শিক্ষা ও দক্ষ জনসম্পদ গড়তে প্রয়োজন দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক।
Please follow and like us: