গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি আওয়ামী সন্ত্রাসী রবিকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই তাজউদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আসামি রবি, সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে রবি-সহ আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম-সহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি। এছাড়াও রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে।
মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









