আজ ১ জানুয়ারি দেশব্যাপী পালন করা হয়েছে বই উৎসব। সারাদেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের খালি হাতে এসে বিনামূল্যের নতুন চকচকে বই নিয়ে বাড়ি ফিরেছে। আনন্দে মাতেছে সারাদেশের সকল শিক্ষার্থীরা।
দেশের অনেক জায়গায় সকালের সূর্যের দেখা না মিললেও নতুন বইয়ের সূর্য ঠিকই উদিত হয়েছে। বই উৎসবে সামিল হতে সকাল থেকে দেশের প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা ছুটে এসেছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা স্থানে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করেছেন।
একই সময়ে সকাল ১০টায় কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের অনুষ্ঠান উদ্বোধন করেনন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য জনাব আব্দুল গফুর। এই উৎসবে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা উপস্থিত হয়।
স্কুলের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃখোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,আহম্মদ আলী, সুজিত মন্ডল,নারায়ন বিশ্বাস,ভক্ত বিশ্বাস, নুরুজ্জামান, হাফিজুর রহমান, মাছুম বিল্লাল, সাত্তার, রেহেনা খাতুন, কণা মন্ডল,বেলী পাল, সামসুর রহমান,খালেদুর রহমান টিটু, সায়বাদিক অমারেশ বিশ্বাস, সহ প্রমুখ।