২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মনোনয়ন যুদ্ধে উত্তাপ হাওয়া বইছে যশোর ২ আসনে

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০১৮, ২০:২৪ | 721 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোর-২ জাতীয় সংসদের ৮৬ নির্বাচনী এলাকা। ঝিকরগাছা চৌগাছা দুটি উপজেলা নিয়ে এই আসন গঠিত হওয়ার কারনে দুই এলাকা থেকেই রাজনীতৈকবিদরা দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করে থাকেন। নির্বাচনকে সামনে রেখে দুটি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময়, পোষ্টার, ব্যানারের মাধ্যমে তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। এ আসনে মনোনয়নের জন্য রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতারা।  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর-২ আসনে  চলছে নানান জল্পনা কল্পনা। বড় দুই দলের প্রার্থীতা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় চলছে জমজমাট তর্ক-বিতর্ক। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটির দুইটি উপজেলায় ২ পৌরসভা ও ২২ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ৯৭ হাজার ৩০৭ জন। ঝিকরগাছা উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ২৪ হাজার ৬৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ১১ হাজার ২২৪ জন এবং মহিলা ১ লক্ষ ১৩ হাজার ৫৫৪ জন। অপর দিকে, চৌগাছা উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৭২ হাজার ৬২৯ জন। যার মধ্যে পুরুষ ৮৬ হাজার ৭৭৫ জন এবং মহিলা ৮৫ হাজার ৮৫৪ জন।

আওয়ামীলীগঃ আওয়ামী লীগের বর্তমান এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলামের তৃণমূণ নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা চাঞ্চল্যকর। তাই তিনি এই আসনে নৌকা প্রতীকের জোর দাবিদার। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন এখানকার নৌকার বৈঠার শক্ত দাবিদার। আওয়ামী রাজনীতিতে রফিকুল ইসলাম পরিচিত মুখ হলেও দুর্নীতির অভিযোগসহ ওয়ান ইলেভেন সরকারের আমলে বিতর্কিত ভূমিকার কারণে রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে দলীয় মনোনয়ন লাভের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। এলাকায় তার অনুসারি গড়ে উঠেছে  যারা তার সমর্থনে মাঠে ব্যাপক প্রচার চালাচ্ছে। চৌগাছা উপজেলার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিব নৌকা টিকিটের বড় দাবিদার। এছাড়া, যুবলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আলী রায়হান, সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল হক, ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও ঝিকরগাছা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুন্নাহার নাজনীন সোনালী নৌকার টিকিট লাভের প্রত্যাশায় মাঠে রয়েছেন।

বিএনপিঃ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলার বর্তমান চেয়ারম্যান সাবিরা নাজমুল এই আসনে ধানের শীষ প্রতীকের বড় দাবিদার। তিনি বিশিষ্ট ব্যবসায়ী যশোর জেলা বিএনপির প্রয়াত কোষাধ্যক্ষ নাজমুল ইসলামের স্ত্রী। নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকায় অপহরনের পরে খুন হন। তারপর থেকে প্রকাশ্যে রাজনীতিতে আসেন সাবিরা নাজমুল। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় দলে তার গ্রহণ যোগ্যতা রয়েছে অনেক বেশি। এছাড়াও তার জনপ্রিয়তা রয়েছে সংসদীয় এলাকায়। এছাড়া এই আসনে ধানের শীষের টিকিটের প্রত্যাশা করছেন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ইসহাক, এ বিষয়ে সাবিরা নাজমুলের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী (নাজমুল) ছিলেন ঝিকরগাছার গনমানুষের নেতা। শুধু মাত্র বিএনপির রাজনীতি কারণে আমার স্বামী সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। শুধু আমার স্বামী না, ঝিকরগাছা উপজেলায় বিএনপির বহু নেতাকর্মী দলের জন্য প্রাণ দিয়েছেন। তাই এই আসনটি জামায়াতের জন্য আর ছেড়ে দেওয়া হবে না। আমরা দলীয় প্রতীকে (ধানের শীষ) এই আসনে নির্বাচন করবো।

জামায়াতঃ ঝিকরগাছা চৌগাছা উপজেলা মিলে এই আসনটি গঠিত। তবে এ আসনটিতে প্রতিবারের মতো ঝিকরগাছা উপজেলা থেকে জামায়াতের যশোর জেলার সাবেক ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মুহাদ্দিস আবু সাঈদ নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

অন্যান্যঃতবে সব দলের মতো এই আসনটি ছাড় দিতে নারাজ জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন। এই আসনে জাতীয় পার্টির প্রার্থীর তালিকায় আছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বিএম সেলিম রেজা এবং ইসলামী আন্দোলনের প্রার্থীর তালিকায় আছেন মুফতি আসাদুজ্জামান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET