শংকর বর্মন,মনোহরগঞ্জ প্রতিনিধি-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য প্রার্র্থী চূড়ান্ত করেছে স্থানীয় আওয়ামীলীগ। সম্প্রতি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: তাজুল ইসলামের তত্ত্বাবধানে তৃণমূলের নেতাকর্মীদের ভোট প্রয়োগের মাধ্যমে মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করা হয়েছে। তৃণমূলের ভোট নির্বাচিত ১১জন চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকা উপজেলা কমিটির মাধ্যমে নিয়মানুযায়ী কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে। এবার দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করবে ৭ইউনিয়নে নতুন মুখ এবং ৪টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা অর্থ্যাৎ পুরনো মুখ। আগামী ৭মে এ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে। অনেকেই এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং আজ (বৃহস্পতিবার) ১১টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নের নৌকা’র মাঝি হচ্ছেন নতুন ৭জন এবং পুরনো ৪জন। পুরনো ৪জন হলো মৈশাতুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোস্তফা কামাল, বাইশগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলমগীর হোসেন বিএসসি, , উত্তর হাওলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হান্নান হীরণ, বিপুলাসার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইদুর রহমান দুলাল। অন্যদিকে বাকী ৭ইউনিয়নের নতুন মুখ হলো সরসপুর ইউনিয়নের আওয়ামলীগের মনোনীত প্রার্থী মো: আবদুল মন্নান, হাসনাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: কামাল হোসেন (বিকম), উত্তর ঝলম ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: ইকবাল হোসেন, ঝলম দক্ষিণ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান (শাহিন জিয়া), লক্ষণপুর ইউনিয়নের আওয়ামলীগের মনোনীত প্রার্থী মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আল আমিন ভূঁইয়া, নাথেরপেটুয়া ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাষ্টার মো: রুহুল আমিন। উল্লেখ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৭এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ১০ ও ১১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮এপ্রিল এবং ভোট গ্রহণ ৭মে।