রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১২টায় রাজপাড়া থানার আপেল ডেকোরেটর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ বাবু (৪৯), মোঃ মাঝহারুল ইসলাম মিলন (৩৮), মোঃ মনিরুজ্জামান আলম এলোন, মোঃ মোকলেছ (৩২) ও মোঃ লিটন (৪৫)। তারা সকলেই রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।