১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের নারী-সহ দুইজনকে পিটিয়ে আহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৩ ২০২৫, ২২:০১ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারী-সহ দুইজন আহত হয়েছেন
শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের-চক বিহারী বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মোসাঃ নিলা খাতুন (২৪), তিনি শেখের-চক বিহারী বাগান এলাকায় মোঃ মিঠুর স্ত্রী ও মোঃ টিটুল (২৮), তিনি মিঠুর ছোট ভাই।
এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) রাত ১২টার পরে মোঃ মিঠু বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় তিনজনকে বিবাদী করে একটি অভিযোগ করেছেন। বিবাদীরা হলেন, মোঃ রজব (৩০), জাহিদ (২৪) ও রমজান (৫৫)।
বাদী মোঃ মিঠু জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা শনিবার রাতে হামলা চালিয়ে আমার স্ত্রী নিলা খাতুন ও আমার ছোট ভাই মোঃ টিটুলকে জিআইপাইপ ও লাঠিসোটা দ্বারা বেধড়ক মারপিট করে। এতে আমার স্ত্রী শরীরের বিভিন্নস্থানে ছিলা ফোলা জখম হয় এবং তাঁর নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হয়ে আহত হয় এবং আমার ছোট ভাইয়ের পুরো শরীরে ছিলা ফোলা জখম হয়। পরে তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে আমার ছোট ভাইকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আমার স্ত্রী’র শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ৩৩নং ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মোঃ মোস্তাক আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET