
সোমবার (২৫মার্চ) দুপুর আড়াই টায় বোয়ালিয়া থানার অলকার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাতক আসামি মোঃ গোলাম মোস্তফা জেমস, সে মহানগরীর পবা থানার সবসার গ্রামের মোঃ আলমের ছেলে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান,আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ।
সোমবার দুপুরে পুলিশ জানতে পারে গোলাম মোস্তফা জেমস মহানগরীর বোয়ালিয়া থানার অলকার মোড়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।