১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মহানগরীর অলি বাবার মাজারের ভিতরে গাঁজা-সহ ৭ জনকে গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩০ ২০২৪, ১৯:৫৩ | 681 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এলাকায় গাঁজা-সহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রঞ্জু (৪০), সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তর পাড়া এলাকার মোঃ রাজুর ছেলে, মোঃ নয়ন আলী (৩২), সে একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার আকবর আলীর ছেলে, মোঃ আরমান (৩০), সে ছোটবনগ্রাম এলাকার মোঃ সিরাজ আলীর ছেলে, মোঃ রজব আলী (২৯), সে একই এলাকার মোঃ আজগর আলীর ছেলে, মোঃ তমাল হোসেন (৩১),সে ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে, মোঃ বিপুল হোসেন (৩৬), সে চকপাড়া এলাকার মোঃ আবুল কালামের ছেলে ও মোঃ আলাউদ্দিন মিয়া (৫৫), সে ছোটবনগ্রাম এলাকার মোঃ তারা মিয়ার ছেলে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় হযরত মাদার শাহ (রহ.) আলায়হের মাজারের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭জন ব্যক্তিকে দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলেই তাদের গাঁজা-সহ আটক করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET