রাজশাহী মহানগরীতে জাল টাকা-সহ কাজী খালেকুর জামান বাঁধন (২১) নামের যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কাজী খালেকুর জামান বাঁধন, সে লালমনিরহাট জেলার আদিতামারী থানার বারঘড়িয়া মহিষখোচা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় এক যুবক জাল টাকাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০হাজার জাল টাকা-সহ কাজী খালেকুর জামান বাঁধন নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।