১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২২জন জুয়ারীকে গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১০ ২০২৪, ২১:৪০ | 661 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়ান খেলা অবস্থায় নগদ টাকা-সহ ২২জন জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ৪৭ প্যাকেট তাস, খোলা তাস ৫২ প্যাকেট, ১,৮৫,৩৭০/-(এক লক্ষ পঁচাশি হাজা তিনশত সত্তর) টাকা, ২৪ টি মাবাইল ফোন, ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড, গোধুলী মার্কেটের নীচ তলা আরিফ হোসেনের ভাড়া রুমে অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা (৩৮),সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল স্টেশন পাড়া এলাকার মোঃ শাহজাহান শেখের ছেলে, মোঃ হাবিবুর রহমান বিপ্লব(৪২),সে ৩১ রায়পুর বাজার, ঘোড়ামারা এলাকার মৃত: এবাদুল্লাহ মন্ডলের ছেলে, মোঃ আলীউল আজিম(৪২),সে পাটান পাড়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে, মোঃ সোহেল রানা (৩৫),সে রানীনগর হাদির মোড় এলাকার মৃত মুকুল আলীর ছেলে, মোঃ মেহেদী হাসান দীপু (৩৬),সে সপুরা এলাকার মৃত: আঃ মালেক স্বপনের ছেলে, মোঃ আঃ রশিদ (৪৩),সে বর্ণালী, আমবাগান (বাসা নং-৪) এলাকার মৃতঃ খায়ের উদ্দিনের ছেলে, মোঃ শফিকুল ইসলাম (৪৫),সে শিরোইল মোল্লা মিল এলাকার বাবুজানের ছেলে, মোঃ সাগর শেখ (৪২), সে শিরোইল স্টেশন পাড়া, (বাসা নং- ৫৪) এলাকার মৃত-টুলু শেখের ছেলে, মোঃ বেলাল হোসেন (৫২), সে হোসেনী গঞ্জ, বাসা সাং-ডি/১৭২,এলাকার মনিরুল ইসলামের ছেলে, মোঃ ছামিউল ইসলাম জনি(৩২) সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম পুর্ব পাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে, মোঃ খোকন (৫০),সে আসাম কলোনী বউ বাজার এলাকার মৃত: মোসলেম সরদারের ছেলে, মোঃ শাহীন আলী (৪৩),সে শিরোইল কলোনী এলাকার মোঃ রওশন আলীর ছেলে, মোঃ হাবিবুর রহামন (৫৮),সে শিরোইল কলোনী এলাকার মৃত আঃ হামিদ সরকারের ছেলে, মোঃ গিয়াস উদ্দিন (৪৫), ছোট বনগ্রাম পুর্ব পাড়া এলাকার মৃত আউয়াল ভূইয়া, মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮),সে হাজরা পুকুর গাবতলী এলাকার মোঃ আমির হোসেনের ছেলে, মোঃ আলমগীর হোসেন (৪৫), বড় বনগ্রাম, ভাড়ালী পাড়া এলাকার মৃত নাজিম মোল্লার ছেলে, মোঃ স¤্রাট (২৮),সে মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম ফুলতলা এলাকার মোঃ আকসামের ছেলে, শ্রী দীপক কুমার সরকার (৩৫),সে নাপিত পাড়া, থানা-সদর, নওগাঁ এপি- মৌচাক হোটেল, স্টেশন রোড, থানা- বোয়ালিয়া থানার দিলীপ সরকারের ছেলে, মোঃ মাসুদ রানা (৩৮),সে রাজশাহীর চারঘাট থানার মুক্তার পুর এলাকার মৃত আঃ মজিদের ছেলে, মোঃ হায়দার আলী (৬২),সে মহানগরীর কাশিয়াডাংগা থানার গুরিপাড়া, চারখোটার মোড় এলাকার মৃত: আঃ রশিদের ছেলে, মোঃ রফিকুল ইসলাম (৩৭),সে মহানগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মোঃ সৈয়দ আলীর ছেলে, মোঃ জিয়াউর রহমান (৩৪), সে মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীরমোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার জুয়াড়ীরা স্বীকার করে, তারা জুয়া আসরের মুল হোতা পলাতক আসামী মোঃ আরিফ শেখের ভাড়া করা ঘরে তার তত্বাবধানে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে। ঘটনার সময়ও জুয়া খেলছিলো মর্মে স্বীকার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে মহানগরীরবোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET