
সংবাদ বিজ্ঞপ্তিঃ
মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাদিম উদ্দিন নাদিম ও সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়নের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাফর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দুর রহমান দুলাল,
পৌর ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম খলিল বাবলু, সদস্য সচিব গাজী ইকবাল, ছাগলনাইয়া সরকারি কলেজের আহ্বায়ক মোঃ আসিফ, সদস্য সচিব আব্দুর রহিম সজিব, মনুরহাট আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় ও কলেজের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাকিব উদ্দিন,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম, যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন ইমন, আরিফ হোসেন, মোঃ উল্ল্যাহ সুজন, পলাশ চৌধুরী, জাহেদ হোসেন নোমান, আব্দুল হাকিম দিদার সহ ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
র্যালীটি ছাগলনাইয়া কলেজ রোড থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সরকারি কলেজস্থ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সমাপ্তি ঘটে।
Please follow and like us: