বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট জেলা সদরের বেসরগাতী এলাকার স্বপ্ননীড়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে লতিফ মাস্টার ফাউন্ডেশন ও রোটারি ক্লাব বাগেরহাট ভিশনারী। কুড়িগ্রাম জেলা পরিষদের সচিব ড. ফরিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন শিশুরোগ ডায়াবেটিস দাঁত ও মুখের চিকিৎসা সেবা দেওয়া হয়। বিভিন্ন হাসপাতালের এমবিবিএস চিকিৎসকগণ এই সেবা প্রদান করেন।
আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক পুরুষ মহিলা ও শিশু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত বছরেও তার নির্দেশানায় ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরে ৩ শতাধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ননীড় বেশরগাতী এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, প্রতিষ্ঠানের সুপারেন্টেন্ড শেখ তারিকুল ইসলাম, রোটারি ক্লাব অব বাগেরহাট ভিশনারির প্রেসিডেন্ট ডা. পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য মুরাদউদ্দৌলা, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তারেক আহসান, এডভোকেট নিজাম উদ্দিন শান্ত, স্বপ্ননীড় বেশরগাতী এতিম ও বৃদ্ধ নিবাসের কোষাধক্ষ্য মো. বোরহান উদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।
Please follow and like us: