
বেলকুচি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া মিলন নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিছে সিরাজগঞ্জের অন্যতম কবিতা আবৃত্তি সংগঠন ওঙ্কার।
১৯ মে রবিবার সন্ধ্যা ৮ টার দিকে অভিজাত রেস্টুরেন্ট পুলিশ ক্যাফেতে ওঙ্কার কবিতা আবৃত্তি সংগঠন এই ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা জানানোর শেষে এক আলোচনা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এক নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার শাহ আলম।
এসময় কবিতা আবৃত্তি সংগঠন ওঙ্কারের সভাপতি সুলতানা রাজিয়া মিলন, সাধারণ সম্পাদক শামীমা জেসমিন তিথি, সহ-সাধারণ সম্পাদক বিচিত্রা রানী রায়, অর্থ সম্পাদক রাকিবা আফরোজ, সাংগঠনিক সম্পাদক সৈকত আহমেদ, দপ্তর সম্পাদক নিথর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম জয়, কার্যনির্বাহী কমিটির সদস্য কানিজ রেহানা মুন্নী, তাপসী ঘোষ, এনামুল হক সহ সিরাজগঞ্জের বিভিন্ন সংগীত ও নাট্যক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।