
মেহেদী হাসান,খুলনা থেকেঃ-
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, সরকারী মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়েই খুলনা মংলা রেললাইন গেলে তাতে খামারের কোন ক্ষতি হবে না। আর এর জন্য বিপুল পরিমানে কোন জমি অধিগ্রহন করার কোন প্রয়োজন হবে না। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে রেললাইন নির্মাণ করা হলে তাতে খামারের কয়েকটি সেড সরাতে হবে। সেই সেড গুলি খামারের উত্তর ও পশ্চিম কর্নার দিলে তাতে খামারের বা জমির মালিকদের কারোরী ক্ষতি হবে না। তিনি আজ শনিবার সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে রেল লাইন নির্মাণের এলাইনমেন্ট পরির্দশন কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, খুলনা মংলা রেল লাইন চালু করা হলে এঅঞ্চলের মানুষের দীর্ঘ দিনের যে স্বপ্ন তা বাস্তবায়িত হবে। তাই যাহাতে কারোর কোন ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে খামারের মধ্যদিয়ে রেল লাইন নির্মাণ করার জন্য সরকারের কাছে সুপারেশ করবেন বলে স্থানীয় সংবাদকর্মিদের জানান। এসময় তারা সাথে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, বাগেরহাট-৪আসনের সাংসদ সদস্য জননেতা আলহাজ¦ আব্দুল খালেক তালুকদার, বাগেরহাট-২আসনের সাংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ সম্প্রকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাডঃ মীর শওকত আলী বাতশা, বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক মোঃ আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, প্রাণী সম্পদ মন্ত্রনায়লের মহা-পরিচালক অজয় কুমার রায়, খুলনা মংলা রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মুজিবুর রহমান, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সাইফুজ্জামান খান, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি স্বপন দাশ, খামারের ব্যাবস্থাপক ডাঃ লুৎফার রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পুষ্পেন কুমার শিকদার ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ। এর পূর্বে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান সরকারী মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের মধ্যদিয়ে রেললাইন নির্মাণের বিভিন্ন দিক পর্রিদশন করেন।