
আহসান হাবীব, মহেশপুর প্রতিনিধিঃ- দীর্ঘদিন যাবৎ মেরামত ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর থেকে জিন্নানগর সরড়কের বেহাল দশা দেখা দিয়েছে । যার ফলে সাধারন মানুষের যোগাযোগ ব্যাবস্থা হুমকির মুখে পড়েছে।৪০৫,৪৪ বর্গ কিঃ মিঃ আয়তন বিশিষ্ঠ এ উপজেলায় ৩ লক্ষ মানুষের বাস ।তাদের সেবার জন্য রয়েছে একটি মাত্র সাস্থ কমপ্লেক্স।রাস্তা গুলো খানাখন্দে ভরে থাকার কারনে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা রুগীদেরকে পরতে হচ্ছে দারুন বিপদে। এই রাস্তার দুই পাশের এজিং ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়ায় প্রতি দিনই এসব গর্তে পরে ঘটছে কোন না কোন দূর্ঘটনা ।তার পরও জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষ ও যানবাহন চলাচল করছে। বিকল্প কোন পথ না থাকায় সীমান্ত বর্তী এলাকার সাধারণ মানুষের দূর্ভোগ যেন চরমে। দত্তনগর হয়তে জিন্নানগর রাস্তার মাঝে ছোট বড় আনেক গর্তের সৃষ্টি হয়েছে। নেপার মোড়ের সি এন জি চালক তাহাজুল হোসেন বলেন কুশোডাঙ্গার বাজার থেকে মুন্ডোমালার ক্লাবমোড় পর্যন্ত রাস্তার মাঝে ছোট বড় যে পরিমান গর্ত যার কারনে চাকা গর্তে পড়ে চাকা পর্যন্ত ভেঙ্গে যায়। তিনি আরো বলেন জীবনের ঝুকি নিয়ে এসব ভাঙ্গা রাস্তায় চলাচল করতে হয়। ইচ্ছা করে না গাড়ি নিয়ে রাস্তায় নামতে কিন্তু সংসার তো চালাতে হবে এ কারনে বের হই।মহেশপুর সাধারন মানুষ বলছে আমার সিমান্ত বর্তি মানুষ বলে আমরা সরকারের সকল অনুদান সহ সকল অধিকার থেকে বনচিত।তাই তাদের দাবি অবহেলীতো মানুষের দিকে দয়া করে তাদের চলাচলে একমাত্র রাস্তাটি যেনো খুব দ্রুত মেরামত করে চলাচলের সু ব্যাবস্তা করে দেওয়া হোক।