
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯ নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ২০১৭/১৮ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে ইউপি চেয়ারম্যান এ,বি,এম শাহীদুল ইসলামের সভাপতিত্বে পরিষদ হলরুমে ইউপি সচিব নাজমুল হাসান এর উপস্থাপনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকল ইউপি সদস্য /সংরক্ষিত মহিলা সদস্য,সাংবাদিক ও মহল্লাদার সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ২০১৭/১৮ অর্থ বছরের ১ কোটি ৮০ লক্ষ ২ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন । এছাড়া চেয়ারম্যান এ,বি,এম শাইদুল ইসলাম বিগত ২০১৬/১৭ ইং সালের আয় ব্যায়য়ের হিসাব তুলে ধরে পরিষদের সার্বিক বিষয়ে আলোচনা করে সকলের সন্মুখে বক্তব্য রেখে এই বাজেট পেশ করেন । এসময় যাদবপুর ইউনিয়নের কৃতি সন্তান দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম এমদাদুল হক মিলন সহ অনেকেই উপস্থিত ছিলেন । উল্লেখ্য এ,বি,এম শাইদুল ইসলাম অত্র ইউনিয়নে ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের পাশে থেকে জনসেবা করে আসছেন ।