আহসান হাবীব, মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি এলাকা থেকে বুধবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দেশী তৈরী ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাঠালতলা গ্রামের আমজাদ হাওলাদারের ছেলে সুলাইমান, ফরিদপুরের মধুপুরের আশাপুর গ্রামের রমজান মন্ডলের ছেলে রাকিব মন্ডল, মাজেদ শিকদারের ছেলে রাসেল শিকদার ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাচাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুমন। ঝিনাইদহ জেলা গোয়ান্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের এখবরের সত্যতা স্বীকার করেছেন।
Please follow and like us: