শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুপুরে রান্না করার সময় অসাবধানতার কারনে রান্না ঘরে আগুন ধরে যায়। পরে মুহুর্তের মধ্যে আগুন বসত ঘরসহ তিনটি ঘরে ধরে যায়। আগুনের হাত থেকে বাড়ীর পরিবারের সদস্যরা ঘরের কোন আসবাব পত্রও বের করতে পারেনি। ফলে সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদার ভালাইপুর পাড়ায়।
বাড়ীর মালিক কুদু মিয়া জানান, দুপুরে তার স্ত্রী রান্না ঘরে ভাত রান্না করার সময় অসাবধানতার কারনে রান্না ঘরে আগুন ধরে যায়।পরে তা বাড়ীর সব ঘরে ছড়িয়ে পরে। আগুনের হাত থেকে আমার তিনটি ঘরের কোন খাট,চেয়ার-টেবিলসহ জামা-কাপড় কিছুই রক্ষা করতে পারেনি।