শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামে (পেচ) প্রকল্পের আওতায় মুগডাল ও আমনধানের উপাদন বৃদ্ধি ও বাজারজাত করনের মাধ্যমে আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইউগ্লেনা কতৃক সরবরাহকৃত উন্নত জাতের বীজ ও ফলন বৃদ্ধিতে জীবানু সারের ফলাফল চাষীদের দেখানোর জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে কৃষিবীদ শাহানাজ বেগমের নেতৃত্বে পৈারসভার জলিলপুর চার মাথার মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসের আয়োজন করেন রুরাল রিকনষ্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার প্রীতম কুমার হোড়, অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন আর আর এফ এর ভ্যালুচেইন ফ্যাসিলীটেটর ফায়সাল মাহমুদ জোয়াদ্দার, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটটর তারেক ইসলাম, জলিলপুর বকুল কৃষক দলের সভাপতি জনাব মহব্বত আলী, আরও বক্তব্য রাখেন প্রর্দশনী প্লটের মালিক বরকত উক্ত অনুষ্ঠানে এলাকার গন্য মান্য ১৬০ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন।