শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ- মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের আরডিসি’র উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস্এম মনিরুজ্জামানের বড় ভাই এসএম শাহাজান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, শবে মেরাজ, ফাহিমা বেগম, নাছিমা খাতুন, আব্দুস সামাদ, লিংকন হোসেন, তহমিনা খাতুন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ১শ শীতার্থদের মাঝে এই কম্বল বিতরন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসএম মনিরুজ্জামান এই কম্বলগুলির ব্যবস্থা করেন।