
সাবিবর হোসেন,ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ২০টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারীরা মিলে মহা সড়কে ঘন্টা ব্যপী মানব বন্ধন ও সমাবেশ করেছে।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠান এই কর্মসূচীতে অংশ গ্রহন করে। মহেশপুর শহরের জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীরা মিলে চৌগাছা মহেশপুর মহাসড়কে মানব বন্ধন করে। এ সময় উপস্থিত ছিলেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন,যুগ্ন সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ।
যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন বলেন সরকার বার বার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির প্রতিশ্রুতি দিয়েও রক্ষা না করায় দেশের স্ব স্ব প্রতিষ্ঠানে মানব বন্ধন করা হচ্ছে। এর পরও সরকার যদি এদিকে নজর না দেয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার মত কর্মসূচি দিতে বাধ্য হবো। যেখানে ৩০ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ব্যহত হবে।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা সভাপতি শরিফুল ইসলাম এরশাদ ,জি এইচ জি পি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, শিক্ষক আনিসুজ্জামান ও বাবলুর রহমান সহ শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা।