শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৭ জন সহ ৮ জন কে আটক করেছে।
থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন নাশকতার মামলায় তাদেরকে আটক করেছে। আটক কৃতরা হলেন উপজেলার গোয়াল হুদা গ্রামের টিটু মিয়া (২৪),খোশালপুর গ্রামের সালাম মিয়া (৪৮),কদমতলা গ্রামের ওমর আলী (৩৩),মহেশপুর বাজার পাড়ার গোলাম সরোয়ার (২৮),খালিশপুরের সোহেল রানা শান্তি (৩৫),সাড়াতলা গ্রামের আনোয়ার হোসেন শান্তি (৫০) ও নতুন কোলা গ্রামের ইয়ার আলী (৩৮)।
থানার সেকেন্ড অফিসার এস আই আলীমুজ্জামান জানান,তাদের কে বিশেষ অভিযানে আটক করা হয়েছে। তারা নাশকতার ৪ নং মামলার সন্দেহ ভাজন আসামী। তাদের কে দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে । এছাড়াও অন্য মামলার মোস্তাফা (৫০) নামের একজনকে আটক করা হয়েছে।