শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতার দাবীতে ঝিনাইদহের মহেশপুর পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীরা পৌর ভবনের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে দুই দিন ব্যাপী কর্ম বিতরি গতকাল সোমবার সকাল থেকে শুরু করেছে।
দুপুরে পৌর ভবনের মুল ফটকের সামনে পৌর কর্মচারী সমিতির সভাপতি মহিবুল আলম খান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পৌর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সদস্য মজনু রহমান,সষ্টি চরণ রায় চৌধুরী,হাফিজুর রহমান,খোকন খান ও শরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন সরকার আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দিলেই আমরা আমাদের এই কর্ম বিতরি বন্ধ করবো।