
মহেশপুর প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিত সম্পাদক নিহত ইন্তাজুল হকের পরিবারের হাতে নগত ১ লাখ ২৫ হাজার তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির নেতৃ বৃন্দ, জানা গেছে ২০১৪ ইং সালে ৩ মার্চ ভোরে গ্রামবাসী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিতে নিহত হয় ইন্তাজুল হক | রেখে যান স্ত্রী ২ কন্যা,স্ত্রী অন্যত্রে বিবাহে আবদ্ধ হলেেও কন্যা ফারহানা (১২)ও সুমাইয়া (৮) দাদা দাদীর নিকট মানুষ হচ্ছে | কন্যা দুটির ভবিষ্যত ভেবে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতা কর্মিরা কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গভেশনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল নেতৃত্বে ২৩ মে বিকালে নাটিমা ইউপির দারিয়াপুর গ্রামে ইন্তাজুল হকের ২ কন্যা ফারজানা ও সুমাইয়াকে নগত ১ লাখ ২৫ হাজার টাকা হাতে তুলে দেন | ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আহসানুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,বিষেশ অতিথি হিসাবে বক্ত্বব্য রাখেন তথ্য ও গভেশনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জান খান শিমুল,নির্বাহী কমিটির সদস্য শামীম আহম্মেদ,ছাত্র নেতা এনজাজুল হক,ঝিনাদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুর রহমান শেখা।