
শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ- ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করনের লক্ষ্যে পরিদর্শন ও শিক্ষার গুণগতমান-নৈতিকতা উন্নয়ন এবং জঙ্গিবাদ বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষার খুলনা অঞ্চলের উপ-পরিচালক প্রফেসর টি এম জাকির হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষার খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিভা নারী পাঠক, অঞ্চলের সহকারী উপ-পরিচালক ইমরান আলী,মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ।
এর পুর্বে অতিথিদের বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।