
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল ,বাসি পঁচা খাবার বিক্রিয় করার বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুরে ভ্রম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আশাফুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে পুরাতন পৌর সভার সামনে অবস্থিত আলতাফ ফল ভান্ডারকে ২০,০০ হাজার টাকা ,নওদা গা বাজারে আনারুল মিষ্টির দোকানে ১০০০ হাজার টাকা , ও সস্তা বাজারের ভাই ভাই বেকারীর মালিক ফয়সালকে ৫০০০ হাজার টাকা জারিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট আশাফুর রহমান বলেন, রমজান মাসে খাদ্যদ্রব্যে ভেজাল, বাসি পঁচা খাবর বিক্রি ও নিত্য প্রয়োজনীয় পন্য মজুদ রেখে বাড়তী দামে বিক্রি কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলা ফুড ইন্সেফেক্টর মকলেছুর রহমান, উপজেলা বর্নিক সমীতির সভাপতি আশরাফ আলী,এস আই মুরাদ সহ সুধীজন উপস্থিত ছিলেন।