
শামীম খান ঝিনাইদহ প্রতিনিধিঃ
১৭ই মে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহেশপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ থেকে এক বর্নাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষীন করে শহিদ মিনারে এসে শেষ হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক হারুন-আর-রশিদ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান লাল্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রুবেল খান, পৌর ছাত্রলীগের সদস্য এম এম সাজ্জাদ, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যাদবপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, কাজীরবেড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাকিল আহম্মেদ, সাধারন সম্পাদক মাছুদ রানা, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শান্তি, সাধারন সম্পাদক ইনামুল, পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারন সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা মিল্টম মিয়া, মাহাবুবুর রহমান, সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।