
তাহাজ্জুল হোসেন (মহেশপুর,ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ইদানীং বিভিন্ন এলাকায় বোরকা পরিহিত ছদ্নবেশীর আনাগোনা পরিলক্ষিত করা যাচেছ ,সাধারণত বাচ্ছাদের স্কুলের পাশে ,সন্ধ্যায় বসত বাড়ির আশপাশে ,গ্রামের নিজন রাস্তাঘাটে এদের দেখা যাচেছ , গত সপ্তাহে খালিশপুরে বাজারের হামিদুর রহমান কলেজ রাস্তা থেকে কয়েকজন বোরকা পরিহিত লোক সালেহা নামক এক মহিলাকে গাড়িতে জোর পূর্বক উঠানোর চেষ্টা করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়,বর্তমানে তারা বাচ্চা এবং নারীদের বেশির ভাগই টার্গেট।তাদের প্রাপ্ত সুত্রে জানা যায় উপজেলার কেশবপুর,তৈলটুপি,খালিশপুর,ভৈরা