
শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের লক্ষো তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের তত্বাবধানে ঝিনাইদহের মহেশপুর ৩দিন ব্যপী জাতীয় ইন্টানেট মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ মাঝে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ব বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যপক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অদ্যক্ষ শওকত আলী প্রমুখ। মেলায় ২১ষ্টল বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করায়।