শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড,বাংলাদেশ কতৃক বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিতারণ কৃত সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে অংক তুলে দেওয়া হয়েছে। শুধু একটি পৃষ্টায় না বইয়ের ৩৩ থেকে ৪৮ মোট ২০ পৃষ্ঠায় এভাবে অংক দেওয়া হয়েছে।
ছাত্র-ছাত্রীরা বছরের প্রথমে নতুন ক্লাস ও নতুন বই পেয়ে আনন্দের পাশাপাশি ভয় পাওয়া শুরু করেছে। তারা জানে ইসলাম ও নৈতিক শিক্ষায় শুধু ঈমান,সালাত ও বিভিন্ন নবীদের জীবনি থাকে কিন্তু এর পাশাপাশি অংক থাকে কিনা তাদের জানা নেই। তাই এবার ধর্ম বইয়ে অংক দেখে ভয় পাচ্ছে।
মহেশপুর উপজেলায় ৪৮টি মাধ্যমিক /নি¤œ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় গুলোতে প্রায় সাড়ে ৬ থেকে ৭ হাজার ছাত্র-ছাত্রী ৭ম শ্রেণীতে ইসলাম ও নৈতিক শিক্ষার বই পেয়েছে বলে মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানাগেছে। কিন্তু প্রায় সব বইয়ে ইসলাম শিক্ষার পাশাপাশি অংক দেওয়া হয়েছে।
মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন এর সত্যতা স্বীকার করে জানান, আমি সব শিক্ষকদেরকে বই ক্লোজ করে নেওয়ার কথা বলে দিয়েছি। আর কয়েক দিয়েন মধ্যে ঔসব ছাত্র-ছাত্রীদেরকে নতুন বই দেওয়া হবে।
ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান এ ব্যপারে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি । তবে যেহেতু আপনী বললেন এটা আমি জেনে দেখছি। যদি এটা হয়ে থাকে তাহলে দ্রুতই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।