
মোঃমশিয়ার রহমান টিংকু(ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি):
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল ইসলাম রনি শিক্ষার মান উন্নয়ন ও ব্রাডিং ঘোষনা করায়,মহেশপুরের রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জনাব কামরুল ইসলাম রনিকে সংবর্ধনা দেওয়া হয়। রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ইউনিটির সকল সদস্যদের উপস্থিতিত্বে ইউএনও কামরুল ইসলামকে এই সংবর্ধনা দেওয়া হয় । এসময় ইউএনও কামরুল ইসলাম মহেশপুর রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রিনটার উপহার প্রদান করেন। অনুষ্ঠান শেষে অত্র ইউনিটিতে এক সমাবেশে সর্ব সম্মতি ক্রমে দুজন সংবাদ কর্মি অমিত সরকার ও এম আর রনিকে ইউনিটির সদস্য পদ দেওয়া হয়।