আহসান হাবীব মহেশপুর প্রতিনিধিঃ
২১ মার্চ ২০১৯ ইং তারিখ আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ৬.৩০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন কানাইডাঙ্গা সাকিনস্থ কানাইডাঙ্গা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমামুল মন্ডল@ রাসেল (২০), পিতা-মোঃ সরোয়ার হোসেন, ২। মোঃ রাসেল শেখ (২০), পিতা- মোঃ মিজারুল শেখ, উভয় সাং- কানাইডাঙ্গা (দক্ষিণপাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Please follow and like us:









